যত্নে রাখুন কার্পেট

সমকাল প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২২, ১৪:৫৪

ঘরের সৌন্দর্য বাড়াতে কার্পেটের বেশ গুরুত্ব রয়েছে । তবে সুদৃশ্য কার্পেট যেমন ঘরে আভিজাত্যের ছোঁয়া এনে দেয়, তেমনই কার্পেটের শোভা বজায় রাখার জন্য পরিচর্যা খুবই জরুরি।


কার্পেট কেনার আগে কয়েকটি বিষয় জেনে রাখা দরকার। ঘরের মাপ অনুযায়ী কার্পেটের মাপ ও ডিজ়াইন বেছে নিন। কার্পেট কোন ঘরে রাখবেন, তার উপরও নির্ভর করবে কী ধরনের কার্পেট কিনবেন। ড্রয়িং রুম, বেড রুম এবং বাচ্চার রুমের কার্পেট আলাদা রকমের হবে। একরঙা কার্পেট সহজেই ময়লা হয়ে যায়। কিন্তু নকশাদার বা ডাবল বিনুনির কার্পেট সহজে ময়লা হয় না। তাই বাচ্চার ঘরে রঙিন নকশা করা কার্পেট রাখতে পারেন। বাচ্চার ঘরের জন্য সুতি বা জুটের কার্পেট আদর্শ। কারণ এগুলি প্রয়োজনে সহজেই পরিষ্কার করে ফেলা যায়।


বসার ঘরের জন্য পিওর উল, সিল্কের কাশ্মীরি বা পার্শিয়ান কার্পেট বেছে নিতে পারেন। কার্পেটের কোনও কোনও জায়গায় চাপ বেশি পড়ে। যেমন, আসবাবের পায়া, সোফাসেট বা সেন্টার টেবলের সামনে ইত্যাদি। দীর্ঘদিন ধরে চাপ পড়লে কার্পেটের ওই জায়গা পাতলা হয়ে রং চটে নষ্ট হয়ে যেতে পারে।  এক্ষেত্রে আলাদা হালকা ধরনের কার্পেট পেতে দিন কার্পেটের উপর। এতে কার্পেট অনেকদিন ভাল থাকবে। কার্পেটের ধুলা পরিষ্কার করতে বছরে অন্তত দুই থেকে তিনবার কার্পেট ভালোভাবে ঝাড়া দরকার। বড় বারান্দা, ছাদ বা প্রশস্ত লনে কার্পেটটি উল্টো করে পেতে মোটা লাঠি বা কার্পেট ব্রাশের লম্বা হাতল দিয়ে পেটান। ঝাড়া হয়ে গেলে কার্পেটের চারটি কোণ ধরে তুলে আনুন বা উল্টো দিকে রোল করে নিন। তা হলে ধুলাটা বাইরেই পড়ে থাকবে।  কার্পেট পরিষ্কার করার আর একটি সহজ উপায় আছে। গোটা কার্পেটে প্রচুর পরিমাণে মোটা দানার লবণ ছড়িয়ে দিন। তারপর শক্ত দাঁড়ার স্টিফ ব্রাশ দিয়ে জোরে জোরে ঘষে পরিষ্কার করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও