You have reached your daily news limit

Please log in to continue


তুরস্কে এসে রুশ গোয়েন্দাপ্রধানের সঙ্গে বৈঠক করলেন সিআইএ–প্রধান

তুরস্কের রাজধানী আঙ্কারা সফর করছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান উইলিয়াম বার্নস। সেখানে তিনি রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসভিআরের প্রধান সের্গেই নারিশকিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার তাঁদের মধ্যে এ বৈঠক হয়েছে বলে হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানিয়েছেন। খবর নিউইয়র্ক টাইমসের

হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেছেন, রাশিয়া ইউক্রেনে পারমাণবিক হামলা চালালে তার পরিণতি কী হবে, সে বিষয়ে মস্কোকে সতর্ক করেছেন সিআইএ–প্রধান।

সিআইএ–প্রধান বার্নস একসময় রাশিয়ায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। হোয়াইট হাউসের ওই কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়া–ইউক্রেন যুদ্ধ থামাতে কোনো ধরনের সমঝোতা নিয়ে দুই গোয়েন্দাপ্রধান আলোচনা করবেন না। আর আগেই বার্নসের তুরস্ক সফরের বিষয়ে ইউক্রেনকে জানানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন