বাংলাদেশে মোবাইল রাডার সিস্টেম বিক্রি করতে চায় জাপান

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২২, ১৭:০৯

বাংলাদেশে প্রতিরক্ষাসামগ্রী রফতানি করতে চায় জাপান। এই মুহূর্তে মোবাইল রাডার সিস্টেম বিক্রি করার জন্য জাপানের একটি কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।


সোমবার (১৪ নভেম্বর) সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত মিট দি অ্যাম্বাসেডার অনুষ্ঠানে তিনি একথা বলেন।


তিনি বলেন, প্রতিরক্ষাসামগ্রী রফতানির ওপর যে নিষেধাজ্ঞা ছিল সেটি জাপান তুলে নিয়েছে। আসিয়ান অঞ্চলের কয়েকটি দেশের সঙ্গে আমরা ইতোমধ্যে চুক্তি করেছি।


এখন আমরা যেটি করতে চাইছি সেটি হচ্ছে বাংলাদেশ ও জাপানের মধ্যে একটি অ্যারেঞ্জমেন্ট—যার মাধ্যমে জাপানিজ কোম্পানি এখানে প্রতিরক্ষাসামগ্রী রফতানি করতে পারে বলে জানান রাষ্ট্রদূত।


তিনি বলেন, এখন আমরা মোবাইল রাডার সিস্টেম বিক্রি করতে চাইছি। জাপানের একটি কোম্পানি ফিলিপিন্সের বিমানবাহিনীর কাছে ওই সিস্টেম বিক্রি করেছে। এখন তারা এখানে এটি বিক্রি করতে চায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও