You have reached your daily news limit

Please log in to continue


বিএনপির অপপ্রচারে বিভ্রান্ত না হতে দেশবাসীকে আহ্বান প্রধানমন্ত্রীর

বিএনপির অপপ্রচারে বিভ্রান্ত না হতে দেশবাসীকে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপির চরিত্র অপপ্রচার চালানো। এরা নানারকম অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এখানে মানুষ যেন বিভ্রান্ত না হয়।

সোমবার (১৪ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (বিআইসিসি) জেলা পরিষদের নব নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ শেষে তিনি এ কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়ার নাম উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামি একটা দলের নেতা হয় কী করে? নিজেদের গঠনতন্ত্র ভঙ্গ করে সাজাপ্রাপ্ত আসামিকে চেয়ারম্যান করে রেখে দিয়েছে। টাকা পাচার করে তারেক জিয়া সাজা পেয়েছে। পাচারকারী কোকো তো মারা গেছে। তারা আবার অর্থ পাচারের কথা বলে কোন মুখে? সাজাপ্রাপ্ত আসামিদের দল গালভরে বলতে পারে।’

খালেদা জিয়ার বোন ও ভাইয়ের অনুরোধে সাজা স্থগিত রেখে বাসায় থাকার সুযোগ করে দিয়েছেন উল্লেখ  করে প্রধানমন্ত্রী বলেন, ‘সাজা স্থগিত করে খালেদা জিয়াকে বাসায় থাকতে দিয়েছি। আমি তাকে এভাবে যে সুযোগ দিয়েছি, কিন্তু সে কী আচরণ করেছে আমার সঙ্গে।’

তিনি বলেন, ‘আমার বাবা মা ভাইর হত্যার সঙ্গে জিয়া জড়িত, এটা স্পষ্ট। গ্রেনেড হামলায় আইভি রহমানসহ আমাদের নেতাকর্মী হত্যায় খালেদা জিয়া- তারেক জিয়া জড়িত। আমরা কিন্তু মানুষের ওপর প্রতিশোধ নিতে যাইনি, ২০০১ সালের নির্বাচনের পর যেভাবে আমাদের নেতাকর্মীদের ওপর নির্যাতন হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ওইভাবে কারও ওপর নির্যাতন করিনি। আমরা দেশ গড়ার কাজে মনোনিবেশ করেছি।’

এ সসয় তিনি আরাফাত রহমান কোকো মারা যাওয়ার পর সমবেদনা জানাতে গেলে খালেদা জিয়ার বাসায় ঢুকতে না দেওয়ার প্রসঙ্গ টেনে বলেন, ‘আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবের কন্যা। আমাকে কতটা অপমান করেছে সেটা ভেবে দেখেন। তারপরও তার প্রতি দয়া দেখিয়েছি। বাড়িতে থাকতে দিয়েছি। কারণ, আমরা তো তাদের মতো ছোট মন নিয়ে আসিনি। আমরা জনগণের জন্য কাজ করতে এসেছি।’

জনপ্রতিনিধিদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সারা বিশ্বব্যাপী খাদ্যাভাব। বাংলাদেশে যেন খাদ্যের অভাব না হয়। প্রতি ইঞ্চিতে যে যা পারেন উৎপাদন করেন। পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ করেন। আমরা কারও কাছে হাত পাতবো না। মুখাপেক্ষী হয়ে থাকবো না। নিজের পায়ে দাঁড়িয়ে আত্মমর্যাদা নিয়ে বাংলাদেশ বিশ্ব দরকারে মাথা উঁচু করে চলবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন