টুইটারে ব্লু টিক ফিরছে আগামী সপ্তাহে

কালের কণ্ঠ প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২২, ১৩:২৫

টুইটারের ব্লু টিক সেবা শিগগিরই চালু হবে বলে জানিয়েছেন প্ল্যাটফরমটির নতুন মালিক ইলন মাস্ক। শনিবার তিনি টুইটারে জানান, আগামী সপ্তাহের শেষ দিকেই টুইটার ব্লু সাবস্ক্রিপশন সেবা চালু হবে। আগে যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে শুধু তারকা খ্যাতি পাওয়া ব্যক্তিদের ব্লু টিক ব্যবহারের সুযোগ দিত টুইটার। সাবস্ক্রিপশন সেবার আওতায় আট ডলার দিয়ে যে কেউ টুইটারে ব্লু টিক ব্যবহার করতে পারবে—এমন নিয়ম চালু করেন ইলন মাস্ক।


তাঁর পরিকল্পনা ছিল, সাবস্ক্রিপশন ফির মাধ্যমে টুইটারকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যান্য দেশে টুইটার ব্লু টিক চালু হয় গত বুধবার। কিন্তু ব্লু টিক সহজলভ্য হওয়ার পর থেকেই টুইটারে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা বাড়তে শুরু করে। সেসব অ্যাকাউন্ট থেকে ছড়াতে শুরু করে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য। ফলে ব্লু টিক চালু করার কয়েক ঘণ্টা পরই তা বন্ধ করে দিতে বাধ্য হয় টুইটার কর্তৃপক্ষ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও