খেরসনে উল্লাসের মাঝেই ইউক্রেন বলল যুদ্ধ শেষ হয়নি

সমকাল ইউক্রেন প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২, ১৯:০৮

ইউক্রেনের খেরসন শহর থেকে রাশিয়া তাদের সৈন্য প্রত্যাহার করার পর সেখানকার মানুষ ইউক্রেনীয় সৈন্যদের উল্লাস করে স্বাগত জানিয়েছে। তবে কম্বোডিয়ায় আসিয়ান দেশগুলোর শীর্ষ সম্মেলনে গিয়ে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বলেছেন, আমরা যুদ্ধের ময়দানে জয়লাভ করছি। কিন্তু যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ চলবে।


রাজধানী কিয়েভ এবং ওডেসা সহ ইউক্রেনের অন্যান্য অঞ্চলে একইভাবে খেরসনের আনন্দ ছড়িয়ে পরেছে। তবে রাশিয়াকে নিয়ে এখনও সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।


ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীর উপদেষ্টা ইউরি সাক বিবিসিকে বলেছেন যে, 'বিশ্রাম নেওয়ার মত সময় এখনও আসেনি।'


গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর খেরসন ছিল একমাত্র আঞ্চলিক রাজধানী যেটি রুশরা দখল করতে পেরেছিল। সেখান থেকে রুশ সৈন্যদের পিছু হটাকে এই যুদ্ধে রাশিয়ার জন্য এ পর্যন্ত সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও