You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বকাপ দলে ডাক পেয়ে ফাতির চিৎকার

আমি কী এতটাই খারাপ ছিলাম? গত অক্টোবরে লিগের একটি ম্যাচে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ তাঁকে তুলে নিলে সতীর্থ এরিক গার্সিয়াকে এ কথা বলছিলেন আনসু ফাতি। চোট কাটিয়ে চলতি মৌসুমে ফেরার পর সময়টা মোটেই ভালো যাচ্ছিল না এই স্প্যানিশ ফুটবলারের। তবে সবকিছুই বদলে গেছে লুইস এনরিকে কাতার বিশ্বকাপের জন্য স্পেন দল ঘোষণার পর।

গত শুক্রবার কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন স্পেন কোচ। লুইস এনরিকের সে দলে থিয়াগো আলকানতারা, সের্হিও রামোস উপেক্ষিত থাকলেও দলে আছেন তরুণ ফাতি। ফাতির প্রতিভা নিয়ে প্রশ্ন ছিল না কখনোই, তবে প্রশ্ন তাঁর ফিটনেস নিয়ে।

চোটের কারণে ২০২০ সালের সেপ্টেম্বরের পর থেকে স্পেনের হয়ে আর মাঠেই নামতে পারেননি তিনি। একসময় একের পর এক হ্যামেস্ট্রিং এবং ঊরুর চোটে ভুগতে থাকেন স্পেনের হয়ে সবচেয়ে কম বয়সে গোল করা এই ফুটবলার। ফাতি শেষবার পুরো ম্যাচ খেলেছেন ২০২০ সালের ৬ সেপ্টেম্বর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন