কত দিন পর পর ক্যাকটাসে পানি দেওয়া উচিত

সমকাল প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২, ১৫:৫৫

ক্যাকটাস জনপ্রিয় ইনডোর প্ল্যান্ট। এগুলো মরুভূমির গাছ হওয়ায় খুব বেশি পানির প্রয়োজন হয় না। বরং ক্যাকটাস বা সাকুলেন্ট ধরনের গাছ অতিরিক্ত পানির কারণে মারা যায়।


ক্যাকটাস ধরনের গাছের যত্নে কিছু টিস অনুসরণ করতে পারেন-
 
ক্যাকটাস সাধারণত পানি জমিয়ে রাখে। অনেক সময় দেখা যায় উপরের অংশের মাটি শুকনা থাকলেও নিচের অংশের মাটি ভেজা থাকে। এ পরিস্থিতিতে আবার পানি দিলে গাছের শিকড় পচে যায়।


সাধারণত গ্রীষ্ক ও বসন্তকালে মাটি বেশি শুকিয়ে যায়। এ সময় ১০ থেকে ১৪ দিন পর গাছে পানি দিতে পারেন।


শরৎ থেকে শুরু করে শীতের শেষ পর্যন্ত ক্যাকটাস গাছে পানি সুপ্ত অবস্থায় থাকবে। এ সময় গাছে কম পানির প্রয়োজন হয়। সেক্ষেত্রে ৪ থেকে ৬ সপ্তাহ পর পর পানি দিতে পারেন।


ক্যাকটাস গাছে পানি দেওয়ার আগে এর মাটি সম্পূর্ণ শুষ্ক হয়েছে কিনা তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। মাটি সম্পূর্ণ শুষ্ক কিনা তা নির্ধারণ করতে একটি আর্দ্রতা মিটার (হাইগ্রোমিটার) বা শুধুমাত্র হাতের আঙ্গুল ব্যবহার করতে পারেন।


সাকুলেন্ট ধরনের গাছ রোদ পছন্দ করে। তাই এগুলো এমন স্থানে রাখুন যেখানে অন্তত কিছুটা সময় সরাসরি রোদ পড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও