![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-11%252F6d6a1dd1-74b1-4d54-8a08-2d4ee0b7f33e%252F312608514_653544196133553_4852351015375605595_n.jpg%3Frect%3D73%252C0%252C1215%252C810%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D600%26dpr%3D1.1)
পাঁচ যক্ষ্মা রোগীকে দত্তক নিলেন এই অভিনেত্রী
পাঁচজন অতিদরিদ্র, অসহায় যক্ষ্মা রোগীকে দত্তক নিলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী। চিকিৎসার পাশাপাশি দ্রুত শারীরিক সুস্থতার জন্য প্রয়োজনীয় প্রোটিনযুক্ত খাবার ও অন্যান্য যাবতীয় খরচ তিনি বহন করবেন। গত শুক্রবার নিজেই এসব কথা জানিয়েছেন অভিনেত্রী।
পশ্চিমবঙ্গের ভাঙড় ১ নম্বর ব্লকে বর্তমানে ৭৩ জন যক্ষ্মা রোগী আছেন। তাঁদের অনেকেরই চিকিৎসার খরচ মেটানোর সামর্থ্য নেই। অসহায় রোগীদের কথা জানতে পেরে মিমি চক্রবর্তী তাঁদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। নিজে পাঁচজন রোগীকে দত্তক নেন, অন্যদের যক্ষ্মা রোগীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
কিছুদিন আগেই ভাঙড়ের জিরানগাছা ও নলমুড়ি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের দায়িত্ব পান মিমি চক্রবর্তী। দায়িত্ব পেয়েই শুক্রবার হাসপাতালে যান মিমি। হাসপাতালে ঘুরে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় সেখানকার চিকিৎসক, নার্স ও সাপোর্ট স্টাফদের সঙ্গেও কথা বলেন তিনি।