কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নেভাদায় জয়, সিনেটের নিয়ন্ত্রণ পাচ্ছে ডেমোক্র্যাটরা

কালের কণ্ঠ আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২, ০৮:৫৫

নেভাদায় জয়ের পর সিনেটের নিয়ন্ত্রণ পাচ্ছে ডেমোক্র্যাটরা।  সিনেটর ক্যাথরিন কর্টেজ মাস্তো নেভাদায় বিজয়ী হয়েছেন।   তার এই জয়ে 'নিশ্চিত হয়েছে', ২০২৩ সালে সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে থাকবে।  এতে করে আরো দুই বছর নির্বিঘ্নে কাটানোর পথ প্রশস্ত হলো প্রেসিডেন্ট জো বাইডেনের।


বিবিসি জানিয়েছে, ৫৮ বছর বয়সী ক্যাথরিন কর্টেজ মাস্তোর নাম বহু ভোটার জানেনই না। তারা ক্যাথরিনকে কেবল সিনেটর হিসেবেই চেনেন।


তার বাবা ম্যানি ছিলেন নেভাদার খ্যাতনামা ব্যক্তি। ছোট পদে কর্মজীবন শুরু করলেও শেষ পর্যন্ত সরকারি সংস্থার প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছিলেন। নেভাদায় দীর্ঘ সময়ের ডেমোক্র্যাটিক সিনেটর হ্যারি রিডের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন তিনি। ক্যাথরিনকে নিজের স্থলাভিষিক্ত করেছিলেন হ্যারি।


সেই ক্যাথরিনের জয়ে সিনেটে ডেমোক্র্যাটদের দখলে এখন ৫০টি আসন। অন্যদিকে রিপাবলিকান পার্টির ঝুলিতে রয়েছে ৪৯টি আসন।


এর আগে অ্যারিজোনা অঙ্গরাজ্যে জয় পায় ডেমোক্র্যাট প্রার্থী মার্ক কেলি। এর মধ্য দিয়ে রিপাবলিকান পার্টি ও ডেমোক্র্যাটরা সিনেট দখলে সমানে সমান হয়েছিল।


বিবিসি জানিয়েছে, ১০০ আসনের সিনেটের নিয়ন্ত্রণ পেতে যেকোনো দলের ৫১ আসন লাগবে। অবশিষ্ট আসনের মধ্যে একটিতে জয় পেলেই ক্ষমতাসীনরা সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও