দৈনিক ২-৩ কেজি গালি খাই, সেটাই আমার পুষ্টি: মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিরোধীরা যদি আমাকে বা বিজেপিকে গালি দেন তাতে আমার আপত্তি নেই। আজ শনিবার দেশটির তেলঙ্গানা রাজ্যে এই মন্তব্য করেছেন মোদি।
তেলঙ্গানায় দলীয় কর্মসূচিতে মোদি জানান, মানুষ আমায় জিজ্ঞেস করেন এত কাজ করার পরও কেন আমি ক্লান্ত হই না। এর কারণ হিসেবে ভারতের এই প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ক্লান্ত হই না কারণ প্রতিদিন আমি ২-৩ কিলোগ্রাম গালি খাই। আমার প্রতি সৃষ্টিকর্তার এমন আশীর্বাদ যে এটি (গালি) আমার ভেতরে গিয়ে পুষ্টিতে রূপান্তরিত হয়।’
এর পরেই তেলঙ্গানার মুখ্যমন্ত্রী তথা ভারত রাষ্ট্র সমিতির নেতা কে চন্দ্রশেখর রাওয়ের (কেসিআর) নাম উল্লেখ না করে মোদি বলেন, আমাকে বা বিজেপিকে অসম্মান করলেও তেলঙ্গানার মানুষকে অসম্মান করবেন না। তাহলে এর কড়া মূল্য দিতে হবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস আগে