You have reached your daily news limit

Please log in to continue


‘বাজে’ অ্যাপের খোঁজ দেবে উইন্ডোজ ১১-এর টাস্ক ম্যানেজার

উইন্ডোজ ১১’র টাস্ক ম্যানেজারে নতুন ‘সার্চ’ ও ‘ফিল্টারিং’ ব্যবস্থা পরীক্ষা করছে মাইক্রোসফট। ব্যবহারকারীর পিসিতে ‘বাজে আচরণ করা’ বিভিন্ন অ্যাপ খুঁজে এর কার্যক্রম বন্ধের পাশাপাশি দ্রুত ‘ডাম্প ফাইল’ তৈরি ও ‘এফিশিয়েন্সি মোড’ চালুর মতো বেশ কিছু সুবিধা দেবে এটি।

“ব্যবহারকারীদের শীর্ষ দাবি ছিল বিভিন্ন প্রসেসের খোঁজ বা ফিল্টার করার এই ফিচার।” --এক ব্লগ পোস্টে বিশ্লেষণ করেছে উইন্ডোজ ইনসাইডার দল।

“আপনি হয় বাইনারি নাম অথবা ‘পিআইডি’ বা অ্যাপ প্রকাশকের নাম ব্যবহার করে ফিল্টার করতে পারেন। সম্ভাব্য সকল ‘কনটেক্সট কিওয়ার্ডের’ সঙ্গে মিল খুঁজে সেগুলো পেইজে প্রদর্শন করে ফিল্টার অ্যালগরিদম।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন