কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অনলাইনে নিজে নিজেই জমা দিন আয়কর রিটার্ন

প্রথম আলো প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২, ১৮:২৭

ঢাকার লালবাগের বাসিন্দা মো.আরিফ হোসেন সম্প্রতি জমি বিক্রি করেছেন। ভাবলেন, জমি বিক্রির টাকা খরচ না করে সঞ্চয়পত্র কিনে রাখলে সারা জীবন নিশ্চিন্তে থাকা যাবে। কিন্তু বিধিবাম, সঞ্চয়পত্র কিনতে এসে জানতে পারেন, আয়কর রিটার্নের সনদ জমা দিতে হবে। শুধু সঞ্চয়পত্র নয়, বর্তমানে ৩৮ ধরনের সেবা নিতে হলে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।


এত দিন ট্যাক্স আইডেনটিফিকেশন নম্বর বা টিআইএন সনদের কপি জমা দিয়েই এসব সেবা নেওয়া যেত। এর ফলে মো. আরিফ হোসেনের মতো অনেকেই সময়মতো আয়কর রিটার্ন জমা না দেওয়ায় এ ধরনের সমস্যায় পড়েন। আয়কর রিটার্ন তৈরি করাও সহজ কাজ নয়। আর তাই বিভিন্ন ঝক্কিঝামেলার ভয়ে কর কার্যালয়ে গিয়ে আয়কর রিটার্ন জমা দিতে চান না অনেকে। বর্তমানে অনলাইনেই আয়কর রিটার্ন জমা দেওয়া যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও