এই ৪টি ধাপ অনুসরণ করে শিশুকে নিউমোনিয়ার ঝুঁকিমুক্ত রাখা যায়
প্রথম আলো
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২, ১৮:০২
নিউমোনিয়া একটি সংক্রামক ব্যাধি। ফুসফুস বা শ্বাসতন্ত্রকে আক্রান্ত করে, এমন নানা ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস ও ফাঙ্গাস দ্বারা এটি হতে পারে। রোগটি বায়ুবাহিত বলে হাঁচি–কাশির মাধ্যমে ছড়ায়।
নিউমোনিয়া সব বয়সী শিশুর মধ্যে দেখা গেলেও নবজাতক ও পাঁচ বছরের শিশুর ক্ষেত্রে এর ঝুঁকি বেশি। ‘জার্নাল অব গ্লোবাল হেলথ’–এর মতে, বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশুর মৃত্যুর প্রধান কারণ নিউমোনিয়া। শুধু শিশু নয়, বিশ্বব্যাপীও নিউমোনিয়া সব বয়সে মানুষের জন্য জীবাণুঘটিত মৃত্যুর একক কারণ হিসেবে চিহ্নিত।