‘রক্তাক্ত শুক্রবার’ স্মরণে ইরানে হাজারো মানুষের বিক্ষোভ

বিডি নিউজ ২৪ ইরাক প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২, ১৫:৩৭

ইরানজুড়ে চলা বিক্ষোভ থামাতে ধর্মীয় শাসকদের হিমশিম খাওয়ার মধ্যে দেশটির অশান্ত দক্ষিণপূর্বাঞ্চলে বিক্ষোভ করেছে কয়েক হাজার ইরানি।


মাস দেড়েক আগে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক দিনেই কয়েক ডজন মানুষ নিহত হওয়ার ঘটনা স্মরণে এ বিক্ষোভ দেখায় তারা।  


গত ৩০ সেপ্টেম্বর নিরাপত্তা বাহিনীর ওই নির্মম দমনপীড়নের পর আন্দোলনকারীদের কাছে দিনটি ‘রক্তাক্ত শুক্রবার’ নামে পরিচিতি পেয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


মানবাধিকার নিয়ে কাজ করা সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, সেপ্টেম্বরের ওইদিন সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাজধানী জেহেদানে পুলিশের গুলিতে অন্তত ৬৬ বিক্ষোভকারী নিহত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও