অভিনেতা সিদ্ধান্তের মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন
ভারতের জনপ্রিয় মডেল-অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশীর মৃত্যু নিয়ে এখন একাধিক প্রশ্ন তৈরি হয়েছে। গতকাল অসুস্থ হয়ে পড়লে জিম থেকে তড়িঘড়ি করে কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হয় সিদ্ধান্তকে। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি তার। পরে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এ অভিনেতা।
কিন্তু সিদ্ধান্তের মৃত্যুর পর সময় যত গড়াচ্ছে, ততই প্রশ্নের জন্ম দিচ্ছে। সিদ্ধান্তের মৃত্যু নিয়ে তার জিম প্রশিক্ষক বলেন, ‘আমি কিছুই জানি না। শুক্রবার (১১ অক্টোবর) জিম করার পর আমাদের দেখা করার কথা ছিল। কয়েক দিন আগেও ও আমাদের বাড়িতে এসেছিল। সিদ্ধান্ত আমার খুব কাছের বন্ধু ছিল। আমায় যোগ ব্যায়াম করার পরামর্শ দিত। বলত, তাতে মানসিক চাপ কমবে।’
জিম প্রশিক্ষকের এই কথা প্রকাশ্যে আসার পর প্রশ্ন উঠেছে, তাহলে সিদ্ধান্ত কোনো বিষয় নিয়ে কী প্রচণ্ড মানসিক চাপে ছিলেন? তিনি কী কোনো মানসিক যন্ত্রণায় ভুগলিলেন?
এদিকে সিদ্ধান্তের বন্ধু বিশ্বপ্রীত কউর মৃত্যু প্রসঙ্গে বলেন, ‘কোন অভিনেতা চাপের মধ্যে থাকে না? ও খুবই চাপে ছিল। এই শহরটাই এমন!’
- ট্যাগ:
- বিনোদন
- হৃদরোগে মৃত্যু
- ভারতীয় অভিনেতা