কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৩৭০০ বছর আগের চিরুনিতে লেখা উকুনের কথা

কালের কণ্ঠ প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২, ০৮:৩৩

প্রত্নতত্ত্ববিদরা তিন হাজার ৭০০ বছর আগের একটি পাথুরে চিরুনির ওপর প্রাচীন লিপি খুঁজে পেয়েছেন। মূলত সেটি সাত শব্দের একটি বাক্য। আর সে বাক্যে বলা হয়েছে উকুনের কথা! 


প্রাচীন ভাষায় লেখা বাক্যটি নিয়ে করা নতুন এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। জানা গেছে, লেখাটি প্রাচীন ক্যানানাইট ভাষায় লেখা।


গবেষকরা বলছেন, চিরুনিতে লেখা বাক্যটি আদতে অতি সাধারণ একটি প্রার্থনা। এতে বলা হয়েছে, এই চিরুনি যাতে চুল ও দাড়ি থেকে উকুন সরাতে পারে।


জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটির প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ইয়োসেফ গারফিনকেল জানান, এর আগে প্রত্নতত্ত্ববিদরা বিভিন্ন প্রাচীন মাটির তৈজস বা তীরের ফলায় ক্যানানাইট ভাষার দুয়েকটি অক্ষর বা শব্দ খুঁজে পেয়েছেন। এবারই প্রথম এ ভাষায় লেখা পুরো একটি বাক্য পেলেন তারা।  


অধ্যাপক বলেন, এ রকম কিছু আগে কখনো পাওয়া যায়নি। এটি কোনো রাজকীয় লিপি নয়, অত্যন্ত মানবিক কিছু। আপনি তাত্ক্ষণিকভাবে চিরুনির মালিকের সঙ্গে একটা মানসিক সংযোগ স্থাপন করতে পারবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে