You have reached your daily news limit

Please log in to continue


২৪ ক্যারেটের সোনার তৈরি কোরআন

২ নভেম্বর থেকে শুরু হওয়া আমিরাতের ‘শারজাহ আন্তর্জাতিক বইমেলা’র পর্দা নামবে ১৩ নভেম্বর। মেলায় বিশ্বের ৯৫টি দেশের লেখক, বুদ্ধিজীবী, প্রকাশক, শিল্পী ও সৃজনশীল মানুষেরা অংশ নিয়েছেন। মেলার অন্যতম আকর্ষণ ছিল ২৪ ক্যারেটের সোনার তৈরি পবিত্র কোরআনের একটি অনুলিপি। অস্ট্রিয়ার একটি প্রকাশনা সংস্থা এই অনুলিপিটি প্রদর্শনীর জন্য নিয়ে আসে। খবর খালিজ টাইমসের।

অস্ট্রিয়ার গ্র্যাজ শহরের প্রকাশনা প্রতিষ্ঠান আদেভা প্রায় দেড় কোটি টাকা মূল্যের এই সোনার কোরআনের অনুলিপি প্রদর্শন করে। প্রতিষ্ঠানটির প্রতিনিধি ফ্লোরিয়ান জানান, ‘অনুলিপিটি এগারো শতকে ইরাকের ইবনুল বাওয়াব তৈরি করেছিলেন। ১০ বছর আগে এমন ১০টি অনুলিপি সংগ্রহ করে আদেভা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন