কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশকে বাঁচাবেন কারা

প্রথম আলো আনিসুল হক প্রকাশিত: ১১ নভেম্বর ২০২২, ০৮:৫৬

প্রথম আলোর একটা শিরোনাম: ‘৩৪ নাকি ২৬ বিলিয়ন, রিজার্ভ এখন কত?’ (৯ নভেম্বর ২০২২)। বাংলাদেশ আইএমএফের কাছে ঋণ পাচ্ছে ৪.৫ বিলিয়ন ডলার। এটা পাবে ৪২ মাসে। ৪০ বিলিয়ন ডলার রিজার্ভ থাকতে হয়। কাজেই আইএমএফের এই ঋণ দিয়ে আমরা ঘি খেতে পারব না, তবে এটা একটা ইতিবাচক প্রভাব ফেলবে। অন্য সংস্থাগুলো থেকে ঋণ কিংবা অর্থসহায়তা পাওয়া সহজ হবে। যে শর্তগুলো আইএমএফ দিয়েছে, যেমন বিদেশে ডলার পাচার বন্ধ করা, তা তো আমাদের নিজেদের স্বার্থেই কার্যকর করা উচিত। সেদিক থেকে দেশের আর্থিক খাতে যদি কিছু ইতিবাচক সংস্কার হয়, তাতে দেশের ভালো, দশের ভালো। আইএমএফের ঋণ আমাদের আর্থিক খাতের কালিমা, ত্রুটি, স্থবিরতা কমাতে সামান্য সাহায্যও যদি করে, তা হবে এক বিশাল অর্জন।


আরেকটা দুষ্টচক্র ভাঙতেও এই ঋণ সাহায্য করতে পারে। ডলারের দাম আরও বাড়তে পারে ভেবে সাধারণ মানুষও ডলার কিনে মজুত করে রেখেছেন। কেউ কেউ নাকি শেয়ার মার্কেট থেকে টাকা তুলে ডলার কেনায় খাটাচ্ছেন। এতে শেয়ার মার্কেটের ধস আরও বাড়ছে, ডলারের দামও বাড়ছে। আইএমএফের ঋণ আসছে, অন্য সংস্থাগুলো থেকেও ডলার আসবে, কাজেই ডলারের দাম কমবে, এই খবরে যদি এ ধরনের মজুতকারীরা ডলার বাজারে বিক্রি করে দিতে শুরু করেন, তাহলেও ডলারের দাম কমতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও