দ্রুত টাইপ করবেন যেভাবে
প্রথম আলো
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২২, ০৮:৫৬
কম্পিউটার দীর্ঘদিন ব্যবহার করলেও আমরা অনেকে দ্রুত টাইপ করতে পারি না। কেউ আবার কি-বোর্ডের দিকে না তাকালে ঠিকমতো অক্ষরই খুঁজে পান না। নিচের পদ্ধতি অনুসরণ করলে কি-বোর্ডের দিকে না তাকিয়েও দ্রুত টাইপ করা যাবে।
কি-বোর্ডে আঙুল যেভাবে রাখতে হবে
টাইপের গতি বাড়ানোর প্রথম ও প্রধান শর্ত হচ্ছে কোন আঙুল দিয়ে কোন অক্ষর লিখবেন, তা জানা। আপনি যদি প্রতিটি অক্ষরের জন্য এক বা একাধিক আঙুল ব্যবহার করেন, তবে টাইপ করতে দেরি হবে। আর তাই কি-বোর্ডে হাত দুটো এমনভাবে রাখতে হবে যেন আপনার দুই বৃদ্ধাঙ্গুলি স্পেস বারের ঠিক মাঝে থাকে। এরপর কি-বোর্ড অক্ষর যেখান থেকে শুরু হয়েছে, সেগুলোকে তিনটি ভাগে ভাগ করতে হবে। প্রথমে কিউ (Q) থেকে সারি, দ্বিতীয় এ (A) থেকে সারি এবং তৃতীয় জেড (Z) থেকে সারি।
- ট্যাগ:
- প্রযুক্তি
- টাইপিং
- ফাইল টাইপ
- টাইপিং টিপস