বাজারে কোনো সুখবর নেই

প্রথম আলো রামপুরা থানা প্রকাশিত: ১১ নভেম্বর ২০২২, ০৮:৪৭

রাজধানীর রামপুরা বাজারের একটি দোকানে গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে স্থানীয় বাসিন্দা মো. মোস্তফা চাল কিনছিলেন। বেশ কিছুক্ষণ দরদাম করে প্রতি কেজি ৬২ টাকা দরে ১০ কেজি বিআর ২৮ চাল কিনতে পারলেন। তারপর সবজি বাজারের দিকে এগোচ্ছিলেন।


তখনই মো. মোস্তফার সঙ্গে আলাপ। প্রথম আলোর প্রতিবেদককে জানালেন, দিনমজুরি করে মাসে হাজার বিশেক টাকা আয় করেন। তাঁর বাবা নিরাপত্তাকর্মীর কাজ করে বেতন পান ১০ থেকে ১২ হাজার টাকা। তারপরও ছয় সদস্যের সংসারে চালাতে হিমশিম খেতে হয়। সে কারণে তাঁর স্ত্রী সম্প্রতি সেলাইয়ের কাজ শুরু করেছেন। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে খরচ সামলাতে চালাতে মো. মোস্তফা প্রথম নিজেও এখন বাড়তি আয়ের উৎস খুঁজছেন।


দিনমজুর মোস্তফার মতো স্বল্প আয়ের মানুষের ওপর চাপ কেবল বাড়ছেই। রাজধানীর বাজারে সব ধরনের চালের দাম নতুন করে কেজিতে ২-৩ টাকা বেড়েছে। খোলা আটার দামও বেড়েছে কেজিতে ২-৫ টাকা। বড় দানার মসুর ডাল কিনতে কেজিতে ৫-১০ টাকা বাড়তি গুনতে হচ্ছে। এ ছাড়া আট, ময়দা, সয়াবিন তেল, পামতেল, রসুনসহ বিভিন্ন নিত্যপণ্যের দামই গত এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও