১৭ ফুটের ফুটবল বুট নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের চেষ্টায় কাতার
www.tbsnews.net
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২, ১৬:১৬
বিশ্বের বৃহত্তম ফুটবল বুট নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিতে চাইছে কাতার। আগামী ১৪ নভেম্বর দেশটির কাতারা নামের একটি সাংস্কৃতিক গ্রামে উন্মোচিত হবে বুটটি। খবর কাতারভিত্তিক গণমাধ্যম দ্য পেনিনসুলার।
কাতারা পাবলিক ডিপ্লোমেসির সহযোগিতায় আন্তর্জাতিক অলাভজনক যুব সংগঠন ফোকাস ইন্টারন্যাশনাল কাতারের বিভিন্ন স্থানে বুটটি প্রদর্শন করবে। ফিফা বিশ্বকাপ-২০২২ উপলক্ষ্যে আয়োজক দেশ কাতারকে বুটটি উপহার দিয়েছে ভারত।
দ্য পেনিনসুলাকে ফোকাস ইন্টারন্যাশনাল-এর সিইও শামির ভ্যালিয়াভিটিল জানিয়েছে, ফুটবল বুটটি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার লোকেরা বানিয়েছে।