শীতে প্রবীণের সুস্থতায়
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২, ১৫:৪৭
জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের শীতকাল ছোট হয়ে আসছে। গ্রামগঞ্জে এখনো পৌষ-মাঘ শীতকাল হিসেবে জনজীবন বিপর্যস্ত করে রাখে। দেশের কোনো কোনো অঞ্চলে শীতের তীব্রতা বেশি থাকে আবার কোথাও কম থাকে। তবে ঢাকা শহরে শীতকাল ছোট। শীতকালে আমাদের দেশের প্রবীণেরা নানা ধরনের রোগে আক্রান্ত হন। সেবা-যত্নের অভাবে রোগভোগের সময় দীর্ঘ থেকে দীর্ঘতর হয়।
সঠিক সময়ে চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমাদের সচেতন হওয়া খুবই জরুরি। শীতকালে সাধারণত নিচের কয়েকটি রোগের প্রকোপ বেড়ে যায়।
হাইপোথার্মিয়া: তীব্র শীতে হতে পারে হাইপোথার্মিয়া। হাইপোথার্মিয়া হলো শরীর যতটুকু তাপমাত্রা তৈরি করে, তার চেয়ে দ্রুত তাপ হারানো, অর্থাৎ শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যায়।
রেনোড ফেনোমেনন: তীব্র শীতে হাত-পা নীল হয়ে যাওয়া। হাত-পায়ের আঙুলে রক্ত চলাচল কমে গেলে এমন হতে পারে।