You have reached your daily news limit

Please log in to continue


কার্যকর ভূমিকা নিতে ব্যর্থ টুইটার

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন সম্পর্কিত নানা বিভ্রান্তিকর পোস্টের ব্যাপারে যথাযথ কার্যকর ভূমিকা না নেওয়ার অভিযোগ উঠেছে টুইটারের বিরুদ্ধে। নির্দলীয় পর্যবেক্ষক দল কমন কজ বলছে, সমস্যা আছে এমন সব চিহ্নিত হাই-প্রফাইল পোস্টের বিরুদ্ধে টুইটার কোনো পদক্ষেপ নেয়নি। এই অভিযোগের মধ্যে আগুনে ঘি ঢেলেছেন ইলন মাস্ক নিজেই। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রার্থীদের ভোট দেওয়ার জন্য সুপারিশ করে একটি টুইট করেছেন তিনি। ফলে পরিস্থিতি আরো ঘোলাটে হয়েছে।

ডানপন্থীদের পক্ষ থেকে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফরমে ভোটের ত্রুটির জন্য ডেমোক্র্যাটদের মিথ্যাভাবে দোষারোপ করা হয়েছে।     

কমন কজ বলেছে, রিপাবলিকান প্রার্থী মার্জোরি টেলর গ্রিন ও কারি লেকের টুইটার পোস্টগুলোতে টুইটারের নাগরিক অখণ্ডতা নীতির অধীনে সতর্কতা লেবেলগুলো সংযুক্ত করা উচিত ছিল। কেননা গ্রিন ও লেকের বিভ্রান্তিকর টুইটগুলোর হাজার হাজার লাইক ও রিটুইট হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন