নর্থ সাউথের দুই ট্রাস্টিকে শর্ত সাপেক্ষে জামিন
কালের কণ্ঠ
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২, ১৩:২২
অর্থ আত্মসাতের মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই ট্রাস্টি এম এ কাশেম ও রেহানা রহমানকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন হাইকোর্ট। তাদের কেন জামিন দেওয়া হবে না, জানতে চেয়ে জারি করা রুল মঞ্জুর করে আজ বৃহস্পতিবার এ রায় দেন বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদের। গত ২ আগস্ট এ রুল দিয়েছিলেন হাইকোর্ট।
আদালতে জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও সাঈদ আহমেদ রাজা। দুর্নীতি দমন কমিশন-দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।
আইনজীবী সাঈদ আহমেদ রাজা কালের কণ্ঠকে বলেন, ‘দুটি শর্তে আদালত তাদের অন্তবর্তী জামিন দিয়েছেন। এক. তারা দেশের বাইরে যেতে পারবেন না। দুই. অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেতে পারবেন না। ’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
২ বছর, ১ মাস আগে
২ বছর, ১ মাস আগে
প্রথম আলো
| গাজীপুর সিটি করপোরেশন
২ বছর, ৫ মাস আগে