কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টেলিস্কোপটি দেখার নয়, খাওয়ার

প্রথম আলো প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২, ১২:৫৯

একটি বহুতল ভবনে কাচের জানালার পাশে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। চোখ তাঁর টেলিস্কোপে। দেখে মনে হবে, টেলিস্কোপে দূরের কোনো কিছু পর্যবেক্ষণ করছেন তিনি। কিন্তু তিনি দূরের কিছু দেখতে টেলিস্কোপে চোখ রাখেননি। কারণ, ওই ব্যক্তির চোখ যে টেলিস্কোপে, সেটি আসলে কোনো টেলিস্কোপ নয়।


সামাজিক যোগাযোগমাধ্যমে মনোযোগ কেড়েছেন ওই ব্যক্তি ও তাঁর টেলিস্কোপ। কারণ, তাঁর এই টেলিস্কোপ চকলেট দিয়ে তৈরি।


এভাবে চকলেট দিয়ে টেলিস্কোপ বানিয়েছেন আমোরি গুশোঁ নামের এক ব্যক্তি। চকলেট নিয়ে বিশেষ ধরনের ‘ভাস্কর্য’ তৈরি করার জন্য সুপরিচিত তিনি। প্রায়ই তিনি চকলেটের তৈরি ‘ভাস্কর্য’ বানিয়ে ভিডিও চিত্র ইনস্টাগ্রামে পোস্ট করেন। সম্প্রতি চকলেট দিয়ে ওই টেলিস্কোপ বানান তিনি।


ভিডিও চিত্রে আমোরি গুশোঁকে শুধু টেলিস্কোপ নিয়ে জানালায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় না। কীভাবে তিনি চকলেট দিয়ে টেলিস্কোপটি বানিয়েছেন, তা-ও দেখিয়েছেন। ভিডিওতে দেখানো হয়েছে, তিনি কীভাবে টেলিস্কোপের বিভিন্ন অংশ চকলেট দিয়ে তৈরি করেছেন, যা দেখে অনেকেই অভিভূত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে