ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার বাবুল আক্তার, রিমান্ড শুনানি দুপুরে
ডেইলি স্টার
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২, ১১:৫৬
ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারের দায়ের করা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালত এ আদেশ দেন।
গতকাল ধানমন্ডি থানার পরিদর্শক ও মামলাটির তদন্তকারী কর্মকর্তা রবিউল ইসলাম বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখানো ও রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।
সূত্র জানিয়েছে, একই আদালতে দুপুরে এ বিষয়ে শুনানি হবে।