কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলীগ

যুগান্তর সোহরাওয়ার্দী উদ্যান প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২, ১০:২৯

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ।


রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন রাজধানীসহ সারা দেশে ধারাবাহিকভাবে একটির পর একটি সমাবেশ করে আলোচনায় তখন ক্ষমতাসীনরাও পালটা শোডাউনের ঘোষণা দিয়ে মাঠে রয়েছে।


এই পরিস্থিতিতে ‘যুব মহাসমাবেশ’ নাম দিয়ে শুক্রবার ঢাকায় বিশাল শোডাউন করতে চায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ। এই মহাসমাবেশ সফল করতে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্য সহযোগী সংগঠনগুলোর কাছে লোক চেয়েছে যুবলীগ।


নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মহানগর আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের একাধিক নেতা বুধবার যুগান্তরকে জানিয়েছেন, ‘আজ (বুধবার) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগসহ অন্য সহযোগী সংগঠনগুলোর সঙ্গে যৌথ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কালকের মহাসমাবেশ সফল করতে সহযোগিতা চেয়েছে যুবলীগ। সেখানে ঢাকার এমপিরাও উপস্থিত ছিলেন। সভায় যুবলীগের শীর্ষ নেতারা শুক্রবারের এ যুব মহাসমাবেশে লোক দেওয়ার জন্য সব সংগঠনের নেতাদের অনুরোধ জানান।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও