খাবার দেখলেই বমি বমি ভাব? পেটে আলসার হয়নি তো? বুঝবেন কী ভাবে?
দিন হোক বা রাত, খাবার দেখলেই গা গুলিয়ে আসে? কিছু খেলেই যেন পেটে জ্বালা করে? এমনটা হলে কিন্তু অবহেলা করবেন না। এই উপসর্গ হতেই পারে পেটে আলসারের প্রাথমিক লক্ষণ। ‘আলসার’ কথার অর্থ ‘ক্ষত’। এই ক্ষত পরিপাকতন্ত্রের যে কোনও অংশে হতে পারে। সময় মতো সতর্ক না হলে, পরবর্তী কালে ছোট সমস্যাই বড় রোগের আকার নিতে পারে। খাদ্যনালিতে অধিক মাত্রায় অ্যাসিড উৎপন্ন হলে এই রোগ হয়। তা ছাড়া ‘এইচ পাইলোরি’ ব্যাকটেরিয়া থেকেও পেটে সংক্রমণ হতে পারে। তাই আলসার সম্পর্কে সচেতন হন শুরু থেকেই। জেনে নিন আলসারের কিছু প্রাথমিক লক্ষণ।
১) যদি পেটের উপর ও মাঝের দিকে জ্বালা করে, কামড়ে ধরা ব্যথা হয়, তবে সাবধান থাকুন। এই ধরনের সমস্যা শুধু অ্যান্টাসিড খেলেই কমে।
২) অনেক আলসারের ক্ষেত্রে খাবার খেলে ব্যথা বাড়ে। গ্যাসট্রিক আলসারের ক্ষেত্রে খাবার খাওয়ার দু’-তিন ঘণ্টা পর পেটে তীব্র যন্ত্রণা হতে পারে।