You have reached your daily news limit

Please log in to continue


বিমানবন্দরে মুরগির পেটে পিস্তল নিয়ে ধরা

যুক্তরাষ্ট্রে মুরগির পেটের ভেতর পিস্তল বহন করার অভিযোগে এক বিমানযাত্রীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফ্লোরিডা লওডারডেল-হলিউড বিমানবন্দরে এ ঘটনা ঘটে।  

ওই যাত্রীর লাগেজ থেকে চামড়া ছাড়ানো একটি মুরগির ভেতর থেকে অস্ত্রটি উদ্ধার করেন মার্কিন পরিবহণ নিরাপত্তা সংস্থা ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ) কর্মীরা।

ভ্রমণকারীর ওই অস্ত্র, যেটি মুরগির ভেতরে গুজে রাখা এবং কাগজ দিয়ে মোড়ানো ছিল, সেটি বোর্ডিংয়ের আগেই শনাক্ত হয়।

টিএসএ কর্মকর্তারা ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে রসিকতা করে বলেছেন, পাচারের এই পুরো পরিকল্পনাটি ‘এমনকি আধা-সেদ্ধও ছিল না’।

যে যাত্রীর লাগেজে এই অস্ত্র পাওয়া গেছে, তাকে তিরস্কার করেছেন সংস্থার কর্মকর্তারা। তার নাম পরিচয় ও ছবি অবশ্য প্রকাশ করা হয়নি।

টিএসএর ইনস্টাগ্রাম পোস্টে বিমানবন্দরের একটি স্ক্রিনিং এলাকায় মুরগিটিকে কর্মকর্তাদের পরীক্ষা নিরীক্ষা করা এবং পরে মুরগিটির ভেতর থেকে পিস্তল বের করার ছবি দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন