![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F6fce6a7a-1ec0-498c-aa60-d294997093b6%252Fgreftar_01.png%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D300%26dpr%3D1.0)
চেক জালিয়াতির মামলায় ই-ক্যাবের মাহফুজা গ্রেপ্তার
চেক জালিয়াতির মামলায় ই-ক্যাবের ওমেন এন্টারপ্রেনার্স ফোরামের ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর মোহাম্মাদপুর এলাকা থেকে মাহফুজাকে গ্রেপ্তার করা হয়। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
আবুল কালাম আজাদ বলেন, চেক জালিয়াতির মামলায় মাহফুজার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এই পরোয়ানার ভিত্তিতে মোহাম্মাদপুর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে আদালতে নালিশি মামলা বিচারাধীন।