![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-08%252F6d237217-a757-4b71-a3b5-12b7186c6e56%252Fakbar.jpg%3Frect%3D0%252C0%252C700%252C394%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.1)
গায়ক আকবর লাইফ সাপোর্টে
প্রথম আলো
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২২, ১১:৩৪
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গায়ক আকবরকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি আছেন এ গায়ক। আজ সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বলে প্রথম আলোকে জানান তার স্ত্রী কানিজ ফাতেমা।
অনেক দিন ধরেই চলছে তাঁর চিকিৎসা। তিনি ডায়াবেটিসে ভুগছেন। দুই বছর ধরে শরীরে বাসা বেঁধেছে জন্ডিস, কিডনিতে সমস্যা, রক্তের প্রদাহসহ নানা শারীরিক জটিলতা। জানুয়ারি থেকে তিনি বিছানায়।
- ট্যাগ:
- বিনোদন
- লাইফ সাপোর্ট
- আকবর আলী গাজী