অক্টোবরে ৯ শতাংশের নিচে নেমেছে মূল্যস্ফীতি
বার্তা২৪
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২২, ১৯:৫৫
গেল অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৯১ শতাংশে দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ৯ দশমিক ১০ শতাংশ। তবে, অক্টোবরে বেড়েছে মজুরি সূচকও। এ মাসে মজুরি হয়েছে ৬ দশমিক ৯১ শতাংশ, সেপ্টেম্বরে এটি ছিল ৬ দশমিক ৮৬ শতাংশ।
মঙ্গলবার (৮ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক পরবর্তী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি জানান, সেপ্টেম্বরের তুলনায় মূল্যস্ফীতি কমেছে। অক্টোবরের মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৯১ শতাংশ, যা গত সেপ্টেম্বরে ছিলো ৯ দশমিক ১০ শতাংশ। একই সঙ্গে বেড়েছে মজুরি সূচক। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে মজুরি বেড়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। অক্টোবরে মজুরি হয়েছে ৬ দশমিক ৯১ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিলো ৬ দশমিক ৮৬ শতাংশ।