![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2022-11%2Fe5a81b66-1015-4dd5-84d1-0b477a729b99%2Fus_midterm_election_081122_05.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=700)
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন: আনতে পারে যেসব বদল
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ শুরু হতে যাচ্ছে। এই ভোটের ফলাফলের মাধ্যমে বোঝা যাবে প্রেসিডেন্ট জো বাইডেন এখনো ভোটারদের মধ্যে কতটা জনপ্রিয়।
তিনি ভবিষ্যতে সহজেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন, নাকি প্রতিপদে রিপাবলিকানরা তাকে আটকে দেবে, তাও স্পষ্ট হয়ে যাবে ৮ নভেম্বরের ভোটের মাধ্যমে।
যদিও মধ্যবর্তী নির্বাচনে হোয়াইট হাউজে যারা থাকেন তাদের আসন হারানোর প্রবণতাই বেশি দেখা যায়।
সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠতে পারবেন কিনা তাও বোঝা যাবে এই নির্বাচনের ফল থেকেই।