আমি এখনো মারা যাইনি : সামান্থা
দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এক বিরল রোগে ভুগছেন। নিজের এই রোগের বিষয়ে সবাইকে জানিয়েছেন তিনি নিজেই। অভিনেত্রীর অসুস্থতার খবর পাওয়া মাত্র তারকা সহকর্মী ও ভক্ত-অনুরাগীরা তাঁর রোগমুক্তির প্রার্থনায় শুভ কামনা জানিয়েছেন। তবে নিজের রোগ সম্পর্কে গণমাধ্যমে প্রকাশিত অতিরঞ্জিত সংবাদে বেশ ক্ষিপ্ত সামান্থা। সম্প্রতি তাঁর বক্তব্যে সেই বিরক্তিই যেন ফুটে উঠল!
নিজের আসন্ন তেলেগু থ্রিলার চলচ্চিত্র ‘যশোদা’র মুক্তির জন্য একটি প্রচারমূলক সাক্ষাৎকারে নিজের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে কথা বলেন সামান্থা। নিজের এই অবস্থার সাথে লড়াই করে যে কঠিন যাত্রার মধ্য দিয়ে গেছেন তা স্মরণ করেন সামান্থা। এ ছাড়া বর্তমানে তার শারীরিক অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি কোনো জীবন হুমকির পর্যায়ে নেই। তিনি এখন অনেকটাই সুস্থ। তবে মিডিয়া তাঁর স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে অতিরঞ্জিত প্রতিবেদন করেছে বলেও জানান অভিনেত্রী।
- ট্যাগ:
- বিনোদন
- বিরল রোগ
- সামান্থা রুথ প্রভু