কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নোরাহ ঢাকায় এসে ডকুমেন্টারির শুটিং ছাড়া কোনো কাজে অংশ নিতে পারবেন না

সমকাল প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২২, ১৪:৩৩

নানা জটিলতার পর অবশেষে ঢাকায় আসার অনুমতি পেয়েছে বলিউডের জনপ্রিয় 'আইটেম গার্ল' খ্যাত নোরাহ ফাতেহি। কিন্তু ঢাকায় এসে তিনি কেবল একটি ডকুমেন্টারির শুটিংয়ে অংশ নিতে পারবেন এর বাইরে কোনো কাজে অংশ নিতে পারবেন না তিনি। 


আগামী ১৮ নভেম্বর তাকে আসার অনুমতি দিয়ে  উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি  প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়।  বিজ্ঞপ্তিতে পাঁচ শর্তে কানাডার নাগরিকত্ব পাওয়া নোরাকে ঢাকার আসার অনুমতি প্রদানের কথা জানানো হয়। 


প্রথম শর্তে বলা হয়েছে- ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহিকে ১৮ নভেম্বর যাতায়াত সময় ব্যতীত ১দিন বাংলাদেশে আগমন/অবস্থান করে ডকুমেন্টারির শুটিংয়ের কাজে অংশগ্রহণ করতে হবে। এর বাইরে বর্ণিত সময়ের মধ্যে তিনি অন্য কোনো কাজে বা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না। দ্বিতীয় শর্ত অনুসারে, সংশ্লিষ্ট প্রযোজক অভিনেত্রীর জন্য যথানিয়মে ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন/ উপহাইকমিশন থেকে ভিসা সংগ্রহ করবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত