আইপিএলে প্রতি ম্যাচে ৩ উইকেট পেতে পারেন তাসকিন
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সেরা পারফর্মার কে? উত্তরে তাসকিন আহমেদের নামটা বলতে খুব বেশি ভাবার প্রয়োজন নেই। বাংলাদেশ সুপার টুয়েলভ থেকে বিদায় নিলেও ৫ ম্যাচে ৭.২৭ ইকোনমিতে ৮ উইকেট নিয়ে আলাদাভাবে নজর কেড়েছেন এই পেসার।
বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচ জিতেছে দুটি ম্যাচে। সে দুটি ম্যাচেই ম্যাচসেরার পুরস্কার হাতে উঠেছে তাসকিনের হাতে। ব্রিসবেনে তাসকিনের ৩ উইকেটের সৌজন্যে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫০ রান করেও ম্যাচ জিতেছিল বাংলাদেশ।
নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষেই তিনিই হন ম্যাচসেরা। নতুন বলে প্রায় প্রতি ম্যাচেই ব্যাটসম্যানদের ভাবনার কারণ হয়েছেন। পেস তো আছেই, সঙ্গে কাজে লাগিয়েছেন আউটসুইং করানোর দক্ষতা। এই শক্তির জায়গা কাজে লাগিয়েই পাঁচ ম্যাচের তিনটিতেই প্রথম ওভারে উইকেট নিয়েছেন।
নতুন বলে তাসকিন দুর্দান্ত বল করার সামর্থ্যের কারণে আবারও ডাক পেতে পারেন আইপিএলে। এমনটাই মনে করছেন ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া।