এক বছরে স্ট্রোকে মৃত্যুর সংখ্যা বেড়েছে দ্বিগুণ
বিশ্বে প্রতি ৬ সেকেন্ডে একজন স্ট্রোকে আক্রান্ত হন। প্রতি ছয়জনে একজনের স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছেই। যে সংখ্যা গত এক বছরে বেড়ে দ্বিগুণ হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের এক জরিপ অনুযায়ী, দেশে বর্তমানে প্রতি হাজারে স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন ১১ দশমিক ৩৯ জন।
গত ২৯ অক্টোবর ‘বিশ্ব স্ট্রোক দিবস’ উপলক্ষে অনলাইনে আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব তথ্য জানান বক্তারা। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘স্ট্রোকের ঝুঁকি কমান, মূল্যবান সময় বাঁচান’।
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল এবং এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আয়োজনে গোলটেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার (৩ নভেম্বর)। অনুষ্ঠানটিতে অনলাইনে যুক্ত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের যুগ্ম পরিচালক ও নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. বদরুল আলম, ক্লিনিক্যাল নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. এম এস জহিরুল হক চৌধুরী, নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শফিউল আলম, ইন্টারন্যাশনাল নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শিরাজী সাফিকুল ইসলাম, নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. তৌহিদুল ইসলাম চৌধুরী, সহযোগী অধ্যাপক ডা. মো. সেলিম শাহী, মেডিসিন ও নিউরো–রিহ্যাবিলিটেশন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফরিদা খাতুন এবং এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিপণন বিভাগের সহযোগী পরিচালক বিনয় দাস।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- স্ট্রোকে মৃত্যু