ওয়ার্ল্ড মার্কেটিং সামিট শুরু
শুরু হয়েছে তৃতীয় ওয়ার্ল্ড মার্কেটিং সামিট। 'আধুনিক মার্কেটিংয়ের মাধ্যমে উন্নত পৃথিবী গড়া' প্রতিপাদ্য নিয়ে গতকাল রোববার অনলাইন প্লাটফর্মে শুরু হয়েছে দুই দিনব্যাপী এই সম্মেলন। ওয়ার্ল্ড মার্কেটিং সামিটের সঙ্গে (ডব্লিউএমএস) যৌথভাবে এর আয়োজন করেছে বাংলাদেশে কটলার ইমপ্যাক্টের কান্ট্রি পার্টনার নর্দান এডুকেশন গ্রুপ। নর্দান এডুকেশন গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল ওয়ার্ল্ড মার্কেটিং সামিটের প্রথম দিনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া বাংলাদেশ থেকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএর অধ্যাপক ও ওয়ার্ল্ড মার্কেটিং সামিটের গ্লোবাল অ্যাডভাইজার প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুলল্গাহ সম্মেলনে বক্তব্য দেবেন।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- মার্কেটিং
- সামিট