পেঁয়াজ-মরিচ চুরির অভিযোগে নারীকে গাছে বেঁধে নির্যাতন, চুল কর্তন

বিডি নিউজ ২৪ যশোর সদর প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২২, ২১:৩৩

পেঁয়াজ-মরিচ চুরির অভিযোগ এনে যশোরের সদর উপজেলায় এক নারীকে গাছে বেঁধে নির্যাতন ও চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছয় প্রতিবেশীকে আটক করেছে পুলিশ।  


উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের একটি গ্রামে রোববার রাতে এ ঘটনা ঘটে বলে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সেলিম হোসেন জানান।


তিনি বলেন, সোমবার সকালে ওই নারীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার স্বামী একজন ভ্যানরিকশা চালক। এ ঘটনায় জড়িত সন্দেহে সোমবার বিকালে ছয় জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হবে।    


আটকরা হলেন- হারুন গাজী (৫০), আল-আমিন (২৫) ও তার স্ত্রী কেয়া (২৪), চায়না বেগম (৩৫) ও তার ছেলে রিয়াদ (২০) এবং সীমা (৩০)। তারা একই গ্রামের বাসিন্দা।


যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন পঞ্চাশোর্ধ্ব ওই নারী সাংবাদিকদের বলেন, রোববার গভীর রাতে তিনি পাশের গ্রামের এক কবিরাজের কাছ থেকে নাতির জন্য তেল-পড়া নিয়ে আসছিলেন। তিনি আল-আমিনদের বাড়ির ওপর দিয়ে ফিরছিলেন। এ সময় ছয় জন তাকে পেঁয়াজ ও মরিচ চুরির অভিযোগে গাছে বেঁধে নির্যাতন করেন এবং একপর্যায়ে চুল কেটে দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও