টুইটার থেকে ‘মাসটোডন’মুখী কাফেলা, কিন্তু সেটা আবার কী?
ইলন মাস্ক টুইটার অধিগ্রহনের পরপর অনেকেই অনলাইলে খুঁজছেন টুইটারের বিকল্প প্ল্যাটফর্ম। এতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে এমন একটি প্ল্যাটফর্ম, যেটির নাম বেশিরভাগের কাছে ছিল প্রায় অজানা। প্রশ্ন হচ্ছে, ‘মাসটোডন’ নামের ওই প্ল্যাটফর্ম কেমন? কী করা যায় আর যায় না সেখানে?
সামাজিক নেটওয়ার্কটি বলছে, তাদের প্ল্যাটফর্মে এখন ছয় লাখ ৫৫ হাজারের বেশি ব্যবহারকারী আছে। এর মধ্যে দুই লাখ ৩০ হাজারই এসেছেন গেল এক সপ্তাহে।
বাইরে থেকে মাসটোডন দেখতে অনেকটা টুইটারের মতো, যেখানে পোস্ট লেখার (‘টুটস’ নামে পরিচিত) পাশাপাশি এতে রিপ্লাই, লাইক ও রি-পোস্ট দিতে পারেন অ্যাকাউন্ট থাকা ব্যবহারকারী। এ ছাড়া, একে অপরকে ফলো করার সুবিধাও আছে এতে।
টুইটারের সঙ্গে মিল বলতে এইটুকুই। আদতে, অনেকটাই ভিন্ন উপায়ে কাজ করে এটি।
এই মিল আর অমিলেরসহ বেশ কয়েকটি কারণে অনেকেই আকৃষ্ট হচ্ছেন এই সেবায়। তবে, এতে সাইন আপের সময় কিছুটা বিভ্রান্তিতেও পড়ছেন কেউ কেউ। আর সে বিষয়টিই উঠে এসেছে বিবিসির এক নিবন্ধে।