যেভাবে বানাবেন মসলা লেবু চা
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২২, ১৮:৪৫
শীত শীত সন্ধ্যায় এক কাপ গরম মসলা লেবু চা পান করতে পারেন। ঠান্ডা, সর্দি ও গলা ব্যথায় আরাম দেবে এই চা। জেনে নিন কীভাবে বানাবেন।
দুই ইঞ্চি আদা ও দুটি লবঙ্গ একসঙ্গে ছেঁচে নিন। দুই কাপ চায়ের জন্য চুলায় পানি বসান। পানি ফুটে উঠলে ছেঁচে রাখা আদা ও লবঙ্গ দিয়ে দিন। দুটি তেজপাতা দিন। কয়েক মিনিট ফুটিয়ে স্বাদ মতো চিনি দিয়ে দিন। চিনি গলে গেলে এক চিমটি চা পাতা দিন। চাইলে আরও একটু দিতে পারেন পরে। তবে খুব অল্প চা পাতা লাগবে এই চা বানাতে। কম আঁচে ৫ মিনিট জ্বাল দিন।