কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


পরিবার তাকিয়ে তাঁদের দিকে, পিএসসির দিকে তাঁরা

নিজের যোগ্যতার ওপরে বিশ্বাস রেখেই ৪০তম বিসিএস পরীক্ষা দিয়েছিলেন মং ওয়াই সিং। ক্যাডার হতে না পারলেও নন ক্যাডার লিস্টে নাম এসেছিল তাঁর। এর পরও চাকরির জন্য লড়তে হচ্ছে তাকে। সরকারি কর্ম কমিশন অফিসের সামনের ফুটপাতে বসে স্লোগান দিয়ে বলতে হচ্ছে, নিজের যোগ্যতায় পাওয়া চাকরি বুঝিয়ে দেওয়ার কথা।

আজ সোমবার সকাল ১০টা থেকে পিএসসির সামনে ছয় দফা দাবি আদায়ে স্লোগান দিতে দেখা যায় চাকরিপ্রত্যাশীদের।

মং ওয়াই সিং বলেন, ‘২০১৮ সালের কোটা আন্দোলনের পর আমরাও মেনে নিয়েছিলাম যোগ্যতা থাকলে আমরা কোথাও আটকাব না। নিজের যোগ্যতা প্রমাণ করেই লেখাপড়া, চাকরি করব আমরা। এই বিশ্বাস নিয়েই পরীক্ষা দিয়েছিলাম, আর এখন আন্দোলনে নামতে হচ্ছে সেই চাকরির জন্য। পরীক্ষা পেছানো, ভাইভার তারিখ বদলানো, রেজাল্ট পেছানো সব মেনে নিয়ে এত দিন বসেছিলাম।’

মং বলেন, ‘আমার গোটা পরিবার আমার দিকে তাকিয়ে। আজকে পাঁচটা বছর আমি এই এক নিশ্চিত চাকরির জন্য বসে আছি। এটা আমার প্রাপ্য ছিল, আমি কীভাবে বুঝব এই চাকরি আমাকে দেওয়া হবে না।’

কেউ এসেছেন বাবার সঙ্গে, কারও মা ফুটপাতে বসেছেন ছেলেমেয়েদের সঙ্গে, কোনো চাকরিপ্রত্যাশীর কোলে ছোট বাচ্চা, কেউ নৃগোষ্ঠীর সদস্য। কারও সরকারি চাকরির বয়স পার হয়ে যাচ্ছে। কেউ এখনো কোনো বেসরকারি বা অন্য কোথাও কাজে ঢোকেননি, কেউ সংসারের একমাত্র ব্যক্তি, যার চাকরির আশায় বসে আছে পুরো পরিবার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন