You have reached your daily news limit

Please log in to continue


মালয়েশিয়ার প্রধানমন্ত্রীত্বের দৌড়ে আবারও আনোয়ার ইব্রাহিম

দুই দশক ধরে বিরোধীদলীয় নেতা হিসেবে থাকার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীত্বের দৌড়ে আবারও ফিরেছেন আনোয়ার ইব্রাহিম। এর আগে, ২০২০ সালে প্রধানমন্ত্রী হওয়ার একেবারে দ্বারপ্রান্তে ছিলেন, তবে তার জোটের অন্তর্দ্বন্দ্বের কারণে শেষ পর্যন্ত আর প্রধানমন্ত্রীর আসনে বসা হয়ে ওঠেনি তার।

আগামী ১৯ নভেম্বর মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে আগাম জাতীয় নির্বাচন। দিনটিকে সামনে রেখে নিজের দলের প্রচারণায় নেমেছেন মাহাথির মোহাম্মদের এক সময়ের সহচর, ৭৫ বছর বয়সী মালয়েশিয়ান রাজনীতিবিদ আনোয়ার ইব্রাহিম। খবর রয়টার্সের। 

প্রচারণার সময় জনতার উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি কোরআন শরিফের আয়াত এবং স্থানীয় মালয় লোককাহিনী যোগ করে বিরোধীদের খোঁচা দিয়ে সমর্থকদের সঙ্গে মজাও করেছেন।

শুক্রবার পশ্চিম মালয়েশিয়ায় নিজের নির্বাচনী এলাকা তাম্বুনে প্রচারণার একদিন পর রয়টার্সকে তিনি বলেন, "আমি আশাবাদী।" এ সময় তিনি বহু-জাতিগত, মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ার রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তনের কথা উল্লেখ করে নিজের জোটের বিজয়ের সম্ভাবনা তুলে ধরেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন