সাকিবের বিতর্কিত আউটের পর কীর্তি গড়েছেন শাদাব
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২২, ১৫:০০
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে সাকিব আল হাসানের যে আউট নিয়ে এত বিতর্ক, সমালোচনা। সেই আউটটি করে আবার কীর্তিও গড়া হয়েছে শাদাব খানের। এই ম্যাচে দুটি উইকেট নিয়ে পাকিস্তানের হয়ে সংক্ষিপ্ততম ফরম্যোটে যৌথভাবে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্পর্শ করেছেন তিনি।
শহীদ আফ্রিদি ৯৭ উইকেট নিয়ে এতদিন চূড়ায় ছিলেন। এবার তার পাশে লেগস্পিনার শাদাব খানের নাম বসলো। বাংলাদেশের বিপক্ষে এদিন শাদাব প্রথমে উইকেট নেন সৌম্য সরকারের। তার পর তো থার্ড আম্পায়ারের বিতর্কিত এক সিদ্ধান্তে সাকিবের উইকেটটিও পেয়েছেন। এই উইকেটটি পেয়েই রেকর্ডে নাম উঠে পাকিস্তানি স্পিনারের।
অবশ্য সমসংখ্যক উইকেট পেলেও শাদাবের ৯৭ উইকেট পেতে ৮২ ম্যাচ খেলতে হয়েছে। আর আফ্রিদি খেলেছেন ৯৮ ম্যাচ।