‘দামাল’ দিয়ে সুমিতের ক্যারিয়ারে নতুন হাওয়া
সম্প্রতি মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত চলচ্চিত্র ‘দামাল’। চলচ্চিত্রটির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বর্তমান সময়ের অন্যতম অভিনেতা ও চিত্রনায়ক সুমিত সেনগুপ্ত। চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর থেকেই ফুটবলের গোলকিপার চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত হচ্ছেন তিনি। বলা যায়, ‘দামাল’ চলচ্চিত্রটি সুমিতের ক্যারিয়ারের পালে লাগিয়েছে নতুন হাওয়া।
‘দামাল’ এবং চলচ্চিত্রটিতে নিজের চরিত্র সম্পর্কে বলতে যেয়ে সুমিত বললেন, ‘দামাল’ একটি পিরিওডিক্যাল চলচ্চিত্র। এই চলচ্চিত্রের প্রধান গল্প তিনজনকে নিয়ে। একজন গোলকিপার, মিড ফিল্ডার, একজন স্ট্রাইকার। আমি অভিনয় করেছি গোলকিপারের চরিত্রে, চলচ্চিত্রে যার নাম মনির। এই চরিত্রে অভিনয়ের জন্য বিশেষ বিশেষ দৃশ্যের জন্য শুটিংয়ের আগে একমাস ধরে অনুশীলন করেছি। বাফুফে’র একজন কোচ ছিলেন। তিনি জাতীয় দলের গোলকিপার ছিলেন। তার কাছ থেকে প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি নিজেও ড্রাইভ, বল ধরা, বল পাস করা বিভিন্ন কৌশল শিখেছি।