কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কোণঠাসা করতে মিত্রদের চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

বণিক বার্তা প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২২, ১০:২৮

চীনের বাজারে অগ্রসর সেমিকন্ডাক্টর পণ্য ও সংশ্লিষ্ট প্রযুক্তি রফতানিতে জাপানের ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। আরেক ঘনিষ্ঠ মিত্র দক্ষিণ কোরিয়ার ওপরও দীর্ঘদিন ধরে চিপ ফোর নামে সেমিকন্ডাক্টর শিল্প সংশ্লিষ্ট জোটে যোগ দিতে চাপ দিয়ে আসছিল। বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের টানাপড়েনের চাপ পড়ছে মিত্র দেশগুলোর ওপর। নিক্কেই এশিয়ার সাম্প্রতিক প্রতিবেদনে এমনটা দাবি করা হচ্ছে।


জাপান সরকারের একটি সূত্র নিক্কেই এশিয়াকে জানায়, ওয়াশিংটনের অনুরোধ নিয়ে অভ্যন্তরীণ আলোচনা শুরু করেছে টোকিও। বেইজিংয়ের পাল্টা প্রতিক্রিয়ায় টোকিওর ওপর কেমনতর বিধিনিষেধ আরোপ হতে পারে তার হিসাব কষছেন কর্মকর্তারা। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও দক্ষিণ কোরিয়ার মতো মার্কিন মিত্ররা কীভাবে সাড়া দিচ্ছে সেদিকেও নজর রাখছে টোকিও।


সম্প্রতি জাপানের বাণিজ্য ও শিল্পমন্ত্রী ইয়াসুটুশি নিশিমুরা এক সংবাদ সম্মেলনে জানান, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগিয়ে নেয়ার পাশাপাশি দেশীয় কোম্পানিগুলোর কথা শুনছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও