মূল্য ছাড়েও চীনের বাজারে ধুঁকছে নতুন আইফোন

বণিক বার্তা প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২২, ১০:২৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বিরোধ ও প্রযুক্তি ব্যবহারে বিভিন্ন বিধিনিষেধ ও আইনের কারণে চীন এখন অনেকটাই পিছিয়ে। এ দ্বন্দ্বের মধ্যে আইফোন ১৪ উন্মোচন করে অ্যাপল। চীনের বাজারে বিক্রি বাড়াতে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি মূল্য ছাড় দিলেও বিশ্বের অন্যতম বৃহৎ স্মার্টফোন বাজারে শক্ত অবস্থান তৈরি করতে পারেনি প্রতিষ্ঠানটি। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।


জেফেরিসের তথ্যানুযায়ী, গত কয়েক সপ্তাহে চীনে আইফোন বিক্রি আগের বছরের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ কমেছে। এডিসন লি পরিচালিত একদল বিশ্লেষক এক নোটে জানান, প্রথম ৩৮ দিনে চীনে আইফোন ১৪ সিরিজের চারটি স্মার্টফোনের বিক্রি আগের ভার্সনের তুলনায় ২৮ শতাংশ কম। সাম্প্রতিক তথ্যানুযায়ী বিক্রির হার নেমে ৩৩ শতাংশের কাছাকাছি চলে গেছে। বেশি দামের প্রো ভ্যারিয়েন্টগুলো নিয়ে চলতি বছর আশা প্রকাশ করা হলেও সেগুলোও প্রভাব বিস্তার করতে পারেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও