You have reached your daily news limit

Please log in to continue


দীর্ঘায়ুদের জাদুঘর

কাস্পিয়ান সাগরতীরের দেশ আজারবাইজান। ইউরোপের পূর্বপ্রান্তের এই দেশে বাস করেন বিশ্বের দীর্ঘায়ু মানুষেরা। দেশটির দক্ষিণের একটি অঞ্চল লেরিক, যাকে দীর্ঘায়ুদের উর্বরভূমি হিসেবে ভাবা হয়।  লেরিকে রয়েছে বিশে^র দীর্ঘায়ু বাসিন্দাদের একমাত্র জাদুঘর ‘দ্য মিউজিয়াম অব লংজিবিটি’ লিখেছেন নাসরিন শওকত

বিশ্বে এমন অনেক স্থান রয়েছে যেখানকার বাসিন্দারা দীর্ঘ আয়ু নিয়ে বেঁচে থাকার জন্য বিখ্যাত। প্রাণবন্ত ও শতবর্ষী বাসিন্দাদের জন্য জাপানের ওকিনাওয়া শহরকে ডাকা হয় ‘অমরদের দেশ’ বলে। ভূমধ্যসাগরীয় খাদ্যাভ্যাসে অভ্যস্ত ইতালির কাম্পোদিমেলেকে বলা হয় ‘অনন্তকালের গ্রাম’। আবার ক্যালিফোর্নিয়ার রোমা লিন্ডা শহরের বাসিন্দারা এর রৌদ্রোজ্জ্বল ও পরিচ্ছন্ন জীবনযাপনের জন্য বিশেষভাবে পরিচিত। এসব দেশ ছাড়াও বিশ্বের আরেক প্রান্তে রয়েছে এমন এক দেশ যার বাসিন্দারা দীর্ঘায়ুর হলেও তাদের সম্পর্কে সবার জানা আছে খুব কমই। দেশটির নাম আজারবাইজান। এর দক্ষিণের অঞ্চল লেরিকে রয়েছে বিশ্বের দীর্ঘায়ু বাসিন্দাদের একমাত্র জাদুঘর ‘দ্য মিউজিয়াম অব লংজিবিটি (দীর্ঘায়ুদের জাদুঘর)’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন