You have reached your daily news limit

Please log in to continue


গেইমিংয়ের ভবিষ্যত কী তবে ‘হাতের মুঠোয়’?

‘সুইচ’ কনসোল উন্মোচনের মাধ্যমে ‘হ্যান্ডহেল্ড হাইব্রিড’ গেইমিং খাতে নতুন সম্ভাবনা তৈরি করেছিল নিনটেনডো। তবে, এখন অন্যান্য ডিভাইসে এর চেয়েও ভালো মানের কনসোল অভিজ্ঞতা মিলছে। এর কিছু কিছু হার্ডওয়্যারনির্ভর আর বাকিগুলো স্ট্রিমিং সেবার মাধ্যমে।

আকারে বড় হচ্ছে ভিডিও গেইম কনসোল

প্লেস্টেশন ৫-এর মূল সংস্করণের ওজন সাড়ে চার কেজি, যা তার পূর্বসূরীর প্রায় দ্বিগুণ (দুই দশমিক আট কেজি)।

‘এক্সবক্স সিরিজ এক্স’ আকারে এতটাই বড় ছিল যে ইন্টারনেটে অনেকেই মজা করে একে একটি মিনি-ফ্রিজের সঙ্গে তুলনা করেছেন। এর ফলে, আসলেই একটি ‘কনসোল-আকারের’ মিনি-ফ্রিজ বানিয়েছিল মাইক্রোসফট।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাইনিউজ প্রতিবেদনে লিখেছে, প্রযুক্তি উন্নত হওয়ার সঙ্গে এটি এমনিতেই ছোট হয়ে গেছে। কারণ, আকারে ছোট ফোন বা ল্যাপটপে এখন তুলনামূলক বেশি ব্যাটারি, প্রসেসিং পাওয়ার ও মেমোরি ‘আঁটানো’ যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন